পাটুরিয়া ঘাটে যাত্রীর ঢল, ভোগান্তিহীন ফেরি পারাপার
প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে কর্ম এলাকা ছাড়ছে মানুষ। রওনা হয়েছেন বাড়ির পথে। তাই শুক্রবার(২১ এপ্রিল) সকাল থেকেই ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া ফেরিঘাটে। যানবাহনের তুলনায় যাত্রী বেশি।
তবে চাপ বাড়লেও ফেরি পারাপারে কোনো দুর্ভোগ নেই যাত্রীদের। ঘাটে পৌঁছেই তারা ফেরি ও লঞ্চ পার হতে পারছেন। অপেক্ষা ছাড়াই ঘাট পার হতে পেরে স্বস্তি জানিয়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় পাটুরিয়া ঘাট দিয়ে লক্ষাধিক মানুষ পার হয়েছেন। আরিচা ঘাট দিয়ে পার হয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ মো. খালেদ নেওয়াজ জাগো নিউজকে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বিরতিহীনভাবে ২০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এ কারণে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও কাউকে অপেক্ষায় থাকতে হচ্ছে না।
তিনি আরও বলেন, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া ঘাট দিয়ে লক্ষাধিক ও আরিচা ঘাট দিয়ে অর্ধলক্ষাধিক মানুষ পার হয়েছেন। পাটুরিয়া হয়ে ৭৯২টি যাত্রীবাহী বাস, ৫৩৫টি মালবাহী ট্রাক, ১৮৮৯টি ছোট যানবাহনসহ ২৪৫০টি মোটর সাইকেল পার হয়।
বি.এম খোরশেদ/এসজে/জেআইএম