শিবচরে আ.লীগের বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কার
শিবচর উপজেলা শাখার আ.লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মাস্টার মো. আক্কাস আলী মোল্লা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঁশকান্দি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী হিসেবে নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
৪ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আ.লীগ শিবচর উপজেলা শাখার এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে সোমবার সকালে উপজেলা কার্যালয় থেকে সিদ্ধান্তের একটি করে কপি জেলার সংবাদকর্মীদের কাছে সরবরাহ করা হয়।
এ বিষয়ে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম মিয়া জানান, মো. আক্কাস আলী মোল্লা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত প্রার্থী মো. আবুল বাসার মিয়ার বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে আনরস মার্কা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আ.লীগ শিবচর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভায় সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করার সুপারিশ করে জেলা আ.লীগের কাছে পাঠানো হয়।
নাসিরুল হক/এফএ/এবিএস