সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২২ এপ্রিল ২০২৩

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মন্টু গাজী (৪৫) নামের এক মৌয়াল নিহত হয়েছেন।

বুধবার (১৯ এপ্রিল) মধু আহরণের সময় তাকে একটি বাঘ আক্রমণ করে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন তার সহযোগী মৌয়াল রুহুল আমিন।

নিহত মৌয়াল মন্টু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চকবারা গ্রামের শাহাবুদ্দিন গাজীর ছেলে।

মন্টু গাজীর সহযোগী মৌয়াল রুহুল আমিন শনিবার (২২ এপ্রিল) লোকালয়ে ফিরে জাগো নিউজকে জানান, মধু সংগ্রহ করতে সুন্দরবনের ভারতীয় অংশে গিয়ে গত ১৬ এপ্রিল তাদের নৌকাটি খোয়া যায়। এরপর ১৯ এপ্রিল তারা ভেলায় চেপে নদীতে ভাসতে ভাসতে তালপট্টি এলাকায় পৌঁছান। সেখান থেকেই মন্টু গাজীকে বাঘে ধরে নিয়ে গেছে। চেষ্টা করেও তাকে তারা বাঁচাতে পারেননি। শনিবার বিকেলে অন্য মৌয়ালদের সহযোগিতায় তারা লোকালয়ে ফিরে আসেন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা নূর আলম জাগো নিউজবে বলেন, মন্টু গাজীসহ মোট ১১ জন ১ এপ্রিল পাস নিয়ে বনে গিয়েছিলেন। ফিরে আসা অন্য মৌয়ালদের কাছ থেকে তারা জানতে পেরেছেন মন্টু গাজীকে বাঘে ধরে নিয়ে গেছে।

তিনি বলেন, তাকে বাঘে ধরে নিয়ে গেছে নাকি তিনি ভারতীয় অংশে গিয়ে হারিয়ে গেছেন তা এখনি নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছেন।

আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।