ঈদে জমে উঠেছে গাইবান্ধার সরোবর পার্ক
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সরোবর পার্ক অ্যান্ড রিসোর্টজুড়ে এখন ঈদের আমেজ। ঈদের দিন সকাল থেকেই দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে পার্কটি। ঈদুল ফিতর উপলক্ষে পার্কটি সাজানো হয়েছে বর্ণিল সাজে। সংযোজন করা হয়েছে নতুন নতুন রাইডস।
উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় বাজারের অদূরে প্রায় ১৫ একর জমির ওপর গড়ে ওঠা দৃষ্টিনন্দন পার্কটিতে রয়েছে বিশাল পুকুর ও বিভিন্ন প্রজাতির গাছ। নিরিবিলি পরিবেশে সময় কাটানোর পাশাপাশি এখানে রয়েছে ওয়াটার রাইড, প্যাডেল বোট, জলযান, ট্রেন ও স্লিপারসহ বিনোদনের নানা সুবিধা। ফলে যেকোনো বয়সী মানুষের ঈদ বিনোদনের অন্যতম মাধ্যমে পরিণত হয় এ পার্ক।

সরেজমিন দেখা যায়, সরোবর পার্ক অ্যান্ড রিসোর্টে প্রবেশ মূল্য ৩০ টাকা। এছাড়া রাইডপ্রতি ২০-৩০ টাকা করে নেওয়া হচ্ছে। এসব রাইডে শিশুদের পাশাপাশি বড়রাও চড়ছেন।
বাবা-মায়ের সঙ্গে ঘুরতে আসা রিফাত মোস্তফা নামের এক শিশু বলে, ‘বাবা-মায়ের সঙ্গে পার্কে ঘুরতে এসে খুব ভালো লাগছে। ঈদের দিনে আরও বেশি মজা হচ্ছে।’

রংপুরের মিঠাপুকুর থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা নুর মোহাম্মদ বলেন, ‘ঈদ মানে আনন্দ। তাই বন্ধুরা মিলে সরোবর পার্কে ঘুরতে এসেছি। নিরিবিলি পরিবেশে পার্কটিতে ঘুরতে অন্যরকম মজা।’
সাত বছরের মেয়ে তামান্না আক্তারকে নিয়ে শিশু পার্কে এসেছেন নার্গিস বেগম। তিনি বলেন, ‘ঈদতো শিশুদের। তাই মেয়েকে নিয়ে এলাম। অনেক ভিড়। একেকটা রাইডে উঠতে প্রচুর সময় চলে যাচ্ছে। তারপরও মেয়েটা আনন্দ পাচ্ছে। তাতেই আমি খুশি।’

উপজেলার তারাপুর ইউনিয়ন থেকে পার্কে আসা দর্শনার্থী শাকিল আহমেদ বলেন, ‘ঈদের নামাজের পর বাড়তি আনন্দ পেতে পরিবার-পরিজন নিয়ে এখানে এসেছি। নিত্যনতুন রাইডের পাশাপাশি পার্কটির পরিবেশ সত্যিই সুন্দর।’
পিন্টু কুমার সরকার নামের আরেক দর্শনার্থী বলেন, উপজেলা শহরের খুব কাছে হওয়ায় পার্কটি এ অঞ্চলের বিনোদনপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আগের তুলনায় পার্কটির অনেক নতুনত্ব এসেছে।’

সরোবর পার্ক অ্যান্ড রিসোর্টের স্বত্বাধিকারী জেসমিন আক্তার জাগো নিউজকে বলেন, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক খোলা থাকছে। প্রবেশে লাগে মাত্র ৩০ টাকা। অন্যান্য রাইডগুলোও নামমাত্র মূল্য।
তিনি আরও বলেন, সুন্দরগঞ্জ উপজেলায় তেমন কোনো দর্শনীয় স্থান না থাকায় এ পার্কটি গড়ে তোলা হয়েছে। সব বয়সী মানুষের সুস্থ বিনোদনের কথা চিন্তা করেই পার্কে নতুন নতুন রাউডসহ বিভিন্ন উপকরণ যুক্ত করা হচ্ছে।
এসআর/জেআইএম