পঞ্চগড়ে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:১১ এএম, ২৪ এপ্রিল ২০২৩

পঞ্চগড়ে রিয়াজুল ইসলাম শুভ (২৭) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ঘরের দরজা ভেঙ্গে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ডা. শুভ জেলা শহরের উত্তর জালাসী পাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।

আরও পড়ুন: নিজ বাড়ি‌তে ছাত্রলী‌গ নেতাকে গু‌লি করে হত্যা

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, ২০২১ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন শুভ। ইন্টার্নশিপ শেষ করে সম্প্রতি রংপুরে একটি বেসরকারি মেডিকেলে চাকরি নেন তিনি। এর আগে একই মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। গত বছর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

ওই শিক্ষার্থীর বাড়ি দিনাজপুরের বিরল এলাকায়। তবে অজ্ঞাত কারণে বিয়ের পরও স্ত্রীকে ঘরে তুলতে পারেননি রিয়াজুল।

আরও পড়ুন: ময়মনসিংহে ধান কাটা নিয়ে মারামারি, যুবকের মৃত্যু

সদর থানার পরিদর্শক তদন্ত মো. দুলাল উদ্দিন বলেন, এটা প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে তদন্তের পর আত্মহত্যার কারণ জানা যাবে। পরিবারের আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে। নিহতের স্ত্রীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে নেওয়া হবে সিদ্ধান্ত।

সফিকুল আলম/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।