প্রতীক্ষার প্রহর শেষ হলো, বৃষ্টি নামলো চুয়াডাঙ্গায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৪ এপ্রিল ২০২৩
বিকেল পৌনে ৩টার দিকে চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। ছবি-জাগো নিউজ

অবশেষে বৃষ্টির দেখা পেলেন তীব্র দাবদাহে পুড়তে থাকা চুয়াডাঙ্গাবাসী। সোমবার (২৪ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। ৩টার পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। তবে মুষলধারে এখনো এ জেলায় বৃষ্টি নামেনি।

Rain-(1).jpg

আরও পড়ুন: ‘বয়স ১০০ বছর হতি গেলো, এরামধারা গরম কুনুদিন দেকিনি’

একটানা ১৯ দিন প্রচণ্ড তাপে পুড়তে হয়েছে চুয়াডাঙ্গাবাসীকে। তাই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন এ অঞ্চলের মানুষ। তবে গত দুদিন ধরে আকাশ মেঘলা ছিল। অবশেষে আজ নামলো স্বস্তির বৃষ্টি।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, কয়েকদিন ধরে তাপমাত্রা কমছে। এটি কয়েকদিন থাকবে। তবে দীর্ঘ ২৪ দিন পর বৃষ্টি হলো চুয়াডাঙ্গায়। এরআগে গত ১ এপ্রিল জেলায় সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

Rain-(1).jpg

সোমবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।