সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু
ফাইল ছবি
সাতক্ষীরায় বজ্রপাতে সুমন সরদার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের ঘরচালা গ্রামে এ ঘটনা ঘটে। সুমন সরদার ওই গ্রামের ভুট্টু সরদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানী জানান, সুমন ঢাকায় থেকে পড়ালেখা করে। ঈদের দুদিন আগে বাড়িতে এসেছে। আজ দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে সুমন নিজেদের উঠানে রৌদ্রে শুকাতে দেওয়া কাঠ ঘরে তুলছিল। এসময় হঠাৎ বজ্রপাত ঘটে সুমনের মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/জিকেএস