ডিমলায় ট্রাক্টর উল্টে চালকসহ নিহত ২


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৭ মার্চ ২০১৬

নীলফামারী ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ফুলছরি পাড়া গ্রামে একটি মাহেন্দ্র ট্রাক্টর খাদে উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় তফিজুল ইসলাম (২৬) নামে আরো একজন আহত হয়েছেন।

সোমবার দুপুরের এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চালক ও মালিক আশরাফুল ইসলাম (২৭) ও হেলপার সাকেদ আলী (২২)। আহত তফিজুল ইসলামকে আহত অবস্থায় ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

জানা যায়, দুর্ঘটনায় আহত অবস্থায় চালক আশরাফুল ইসলাম ও হেলপার সাকেদ আলীকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রংপুর হাসপাতালে নেয়ার পথে আশরাফুল ইসলাম ও চিকিৎসাধীন অবস্থায় হেলপার সাকেদ আলীর মৃত্যু হয়েছে।

ডিমলা থানা পুলিশের ওসি রুহুল আমিল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহেদুল ইসলাম/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।