পঞ্চগড়ে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো মায়ের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০২:২৭ এএম, ২৬ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাঁশ কাটা নিয়ে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে আনোয়ারা বেগম ওরফে আসারী (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ঝালিংগীগছ গ্রামে এ ঘটনা ঘটে। আনোয়ারা ওই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশের বাগান থেকে বাঁশ কাটা নিয়ে আতিয়ার রহমানের দুই ছেলে ইউসুফ আলী (৩০) ও আমিনার রহমানের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হলে উভয়ের চিৎকার শুনে এগিয়ে আসেন মা আনোয়ারা বেগম।

এসময় হোঁচট খেয়ে বৃদ্ধা আনোয়ারা পড়ে যান। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে হাসপাতালের চিকিৎসক আনোয়ারাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য এ কে এম তৈয়ব আবুল বলেন, ওই বৃদ্ধার দুই ছেলে বাঁশ কাটা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিল। তাদের থামাতে গিয়ে পড়ে গিয়ে তাদের মা অজ্ঞান হয়ে পড়েন। হাসপাতালে তার মৃত্যু হয়।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে তিনি পড়ে যান। পরে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ আমাদের জানানো হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সফিকুল আলম/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।