কাপড়ের দরদামকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ২ যুবক খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৬ এপ্রিল ২০২৩

চুয়াডাঙ্গা সদর উপজেলায় কাপড়ের দরদামকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুই যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার ভালাইপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মাঠপাড়ার আমজাদ হোসেনের ছেলে সজল (২৪) ও তার বন্ধু স্কুলপাড়ার আজিজুর রহমানের ছেলে মামুনুর রশিদ (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের ছমেনা খাতুন নামের এক নারী সদর উপজেলার ভালাইপুর বাজারে আশরাফুলের দোকানে কাপড় কিনতে আসেন। এ সময় ওই নারীর সঙ্গে দোকানি-কর্মচারীর দরদাম নিয়ে কথা কাটাকাটি হয়। নারীকে দোকান থেকে বেরও করে দেন তারা।

ছমেনা খাতুন বাড়ি ফিরে বিষয়টি তার ছেলে টিপুকে জানান। টিপু রাতে তার বন্ধু সজল, মামুনুর রশিদ, পলাশসহ বেশ কয়েকজনকে নিয়ে আশরাফুলের দোকানে যান। এ সময় দোকান মালিক-কর্মচারীসহ বেশ কয়েকজন বখাটে তাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে দোকান কর্মচারী রিয়ন চুয়াডাঙ্গা আলোকদিয়া হুচুকপাড়া গ্রামের সানোয়ার, আকাশ, শান্তি, জাহাঙ্গীরসহ বেশ কয়েকজনকে নিয়ে মামুনুর রশিদ ও সজলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

কাপড়ের দরদামকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ২ যুবক খুন

স্থানীয়রা ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুজ্জামান প্রথমে সজলকে মৃত ঘোষণা করেন। পরে মামুনুর রশিদের অবস্থা গুরুতর হলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। জরুরি বিভাগে মামুনুর রশিদও মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসানুজ্জামান জাগো নিউজকে বলেন, রাতে জরুরি বিভাগে আহত অবস্থায় দুজন আসেন। ঘটনাস্থলে সজল মারা যান। তাকে মৃত অবস্থায় পেয়েছি। আর অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রেফার করি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তিনিও জরুরি বিভাগে মারা যায়। দুজনের বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জাগো নিউজকে বলেন, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে। মরদেহ মর্গে আছে। বুধবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।