গাইবান্ধায় ‘ব্লাড ডোনারস ইন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৬ এপ্রিল ২০২৩

গাইবান্ধায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্লাড ডোনারস ইন গাইবান্ধা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান, র্যাফেল ড্র, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

jagonews24

এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক।

পরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংগঠনের জেলা সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক অশোক সাহার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকি প্রমুখ।

এর আগে পাবলিক লাইব্রেরি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।