নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৭ এপ্রিল ২০২৩

নারায়ণগঞ্জের বন্দরে স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।

জরিমানার টাকা থেকে মামলা পরিচালনার খরচ হিসেবে ১০ হাজার টাকা রেখে বাকি টাকা নিহতের মেয়ে আদিবা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. শামীম (৪৫)। তিনি মুন্সিগঞ্জের নয়াগাও পূর্বপাড়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৩ সালের ২৬ জানুয়ারি শামীম তার স্ত্রী খাদিজা আক্তারকে চাপাতি দিয়ে জবাই করে হত্যা করে। এ ঘটনায় খাদিজার ভাই বন্দর থানায় একটি মামলা করেন। সে মামলায় আদালত এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

মামলার এজাহারে জানা যায়, শামীম স্ত্রী খাদিজাকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকায় বসবাস করে আসছিলেন। তাদের দাম্পত্য জীবনে আদিবা নামে এক কন্যা সন্তানের জন্ম নেয়। তবে তাদের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিল। সে কলহের এক পর্যায়ে ২০১৩ সালের ২৬ জানুয়ারি সকালে খাদিজাকে জবাই করে হত্যা করে। সেই সঙ্গে কন্যা আদিবাকে রেখে চলে যান।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।