শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:১৬ এএম, ২৯ এপ্রিল ২০২৩

শরীয়তপুরের নড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু সালাম (২০) নামের এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ডগ্রি বাজার এলাকার চৌকিদার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আবু সালাম নশাসন ইউনিয়নের চৌকিদার কান্দি গ্রামের আবু হাসেম ব্যাপারীর ছোট ছেলে। ডগ্রি ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

পরিবার সূত্র জানান, স্থানীয় বাসিন্দা আবু সালামের বাড়ির সামনে একটি আম গাছের পাশ দিয়ে ওই মহল্লার বিদ্যুতের লাইন সংযোগ গিয়েছে। প্রায় সময় ছোট-খাট ঝড় তুফান আসলে বিদ্যুৎ সংযোগের ট্রান্সফার্মারের ফিউজ কেটে যায়। আবু সালাম ওই আম গাছে ওঠে বিদ্যুতের তারে প্লাস্টিকের কাভার লাগানোর চেষ্টা করেন। তখন বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গাছ থেকে নিচে পরে যায় আবু সালাম।

পরে আহত অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এখনো কোনো অভিযোগ নিয়ে আসেনি কেউ। মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য জানান, অসাবধানতার করণে এমনটা হয়েছে। খোঁজ নিয়ে নিহতের পরিবারকে সহযোগিতার চেষ্টা করা হবে।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।