মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০১:২১ পিএম, ২৯ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্বর্ণা দেব (৩০) নামের মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালনগর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, সকালে সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর কালনি এক্সপ্রেসে কাটা পড়ে স্বর্ণা দেবের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে অবহিত করেন। পরে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও জানান, স্বর্ণা দেব কমলগঞ্জ পৌর এলাকার গোপালনগর গ্রামের মৃত শীতেষ দেবের মেয়ে। কুলাউড়া উপজেলার ভাটেরা গ্রামে তার বিয়ে হয়েছিল। তিন বছরের এক ছেলে রয়েছে তার। তিনি গোপালনগর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

আব্দুল আজিজ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।