২৪ বছর পালিয়েও শেষরক্ষা হলো না ইব্রাহিমের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ২৯ এপ্রিল ২০২৩

স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক স্বামী মোহাম্মদ ইব্রাহিম মুন্সি মিয়াকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশ। ২৪ বছর পলাতক ছিলেন তিনি।

শনিবার (২৯ এপ্রিল) ভোরে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করে ফেনীর পরশুরাম থানা পুলিশের একটি দল। দুপুরে তাকে ফেনীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইব্রাহিম পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ২৩ জুন রাতে স্ত্রী আনোয়ারা বেগমকে ঘরের মধ্যে গলা কেটে হত্যা করেন মোহাম্মদ ইব্রাহিম। এ ঘটনায় আনোয়ারার চাচা পরশুরাম থানায় হত্যা মামলা করেন। পুলিশ তখন ইব্রাহিমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে তিনি উচ্চ আদালতের আদেশে জামিনে ছাড়া পেয়ে আবার পলাতক হয়ে যান। তার অনুপস্থিতিতে ১৯৯৯ সালের ২ নভেম্বর তৎকালীন ফেনী জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পলাতক মোহাম্মদ ইব্রাহিম গ্রেফতার এড়াতে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকতেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ দুপুরে তাকে ফেনীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।