সিরাজগঞ্জে ঐতিহ্যের লাঠি খেলা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৭ এএম, ৩০ এপ্রিল ২০২৩

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঐতিহ্যের লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) উপজেলার মণ্ডলপাড়া গ্রামের যুবসমাজের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ ভিড় করেন। কাঁসার শব্দে চারপাশে যেন উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। খেলোয়াড়রা একে অপরের সঙ্গে লাঠি যুদ্ধে লিপ্ত হন। এসব দৃশ্য দেখে আগত দর্শকরাও করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ দেন।

shirajgang-(3).jpg

আরও পড়ুন: হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী লাঠি খেলা

এনায়েতপুর মণ্ডলপাড়া গ্রামের আলী হোসেন সেখ জাগো নিউজকে জানান, প্রতি বছরের ন্যায় গ্রামবাংলার ঐতিহ্য হিসেবে এবার ১৭৯তম লাঠিবাড়ি খেলা সম্পন্ন হলো। এটি দেখতে সকাল থেকে প্রচুর মানুষের সমাগম হয়।

খেলায় অংশ নেওয়া কয়েকজন বলেন, এ খেলা আমাদের পূর্ব-পুরুষের। আমরাও আমাদের সন্তানদের এ খেলা শিখিয়েছি। যাতে তারাও এ খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দিতে পারে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ ঐহিত্যবাহী এ খেলাটি টিকে থাকবে। না হলে হরিয়ে যাবে।

shirajgang-(3).jpg

স্থানীয় নূরুল আলম মণ্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মেরাজুল ইসলাম স্বপন।

এম এ মালেক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।