শরীয়তপুরে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৩:১১ পিএম, ৩০ এপ্রিল ২০২৩

শরীয়তপুরে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যান চলাচল বন্ধ রয়েছে। এতে খুলনা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে ওই সড়কের পণ্ডিত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শরীয়তপুরে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

স্থানীয়রা জানায়, গাড়িটি খুলনা থেকে মালবোঝাই করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে পণ্ডিত বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ ঘটনায় সড়কের দুই পাশে এক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

শরীয়তপুরে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান বলেন, ট্রাক উল্টে সড়কটি ব্লক হয়ে যায়। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।