৪ মে থেকে সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ৩০ এপ্রিল ২০২৩

পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধ মামলা ও পরিবহন থেকে চাঁদাবাজি বন্ধের তিন দফা দাবিতে ৪ মে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। ওইদিন থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের যানবাহন বন্ধ রাখবেন শ্রমিকরা।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মবিরতির কথা জানান শ্রমিকরা।

এ সময় লিখিত বক্তব্যে পড়ে শোনান সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি জানান, মানববন্ধন করে প্রশাসনের কাছে তিন দফা দাবি বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানালেও প্রশাসন এখন পর্যন্ত আমাদের দাবি মেনে নেয়নি। ফলে আগমী ৪ মে থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যানবাহন বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হবে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সমিতির সভাপতি সুজাউল কবীর, সংগঠনের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সহসভাপতি মো. আনেয়ার হোসেন ও দপ্তর সম্পাদক মো. সুমন মিয়া প্রমুখ।


লিপসন আহমেদ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।