টাঙ্গাইলে একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছে তিন বোন
চলতি এসএসসি পরীক্ষায় টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একসঙ্গে তিন বোন অংশ নিয়েছে। ওই পরীক্ষার্থীরা হলো বড় বোন সুমাইয়া ইসলাম, মেজো বোন সাদিয়া ইসলাম ও ছোট বোন রাবিয়া ইসলাম। তারা সখীপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের মেয়ে।
রোববার (৩০ এপ্রিল) শুরু হওয়া পরীক্ষায় তারা উপজেলার সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলার সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিচ্ছে তারা।
জানা গেছে, এই তিন বোন শুধু এসএসসিই নয়, একসঙ্গে প্রথম শ্রেণি থেকেই সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত। একসঙ্গে দিয়েছে জেএসসি ও পিইসি পরীক্ষাও। তারা তিনজনই কোরআনের হাফেজ।
রোববার জাগো নিউজকে এমনটাই জানিয়েছেন ওই তিন বোনের বাবা সৌদি প্রবাসী ও সখীপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলাম সিকদার।
তিনি বলেন, আমি ১৯৯৮ সাল থেকে সৌদি আরবের মক্কায় ব্যবসা করছি। অস্ত্রোপচারের মাধ্যমে মক্কাতেই আমার এই তিন মেয়ের জন্ম। ওরা একজন, একজনের থেকে মাত্র সাড়ে ১০ থেকে ১১ মাসের বড়-ছোট।
তিনি বলেন, ২০১১ সালের জানুয়ারি মাসে আমি ওদের দেশে নিয়ে আসি। এর ছয় মাস পরপর আমি সৌদি গেলেও সখীপুরে শুরু হয় ওদের স্থায়ী বসবাস। লেখাপড়ার জন্য ভর্তি করে দেওয়া হয় সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। ওই স্কুল থেকেই ওরা তিন বোন জেএসসি ও পিইসিতে অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এ কারণে দেশেই আমি নতুন করে ব্যবসা চালু করার সিদ্ধান্ত নিয়েছি।
শফিকুল বলেন, মক্কায় যে স্থানে আমার বসবাস, সেই স্থানে বসবাসরত ২৫/৩০টি পরিবারই বাংলাদেশি। ওইখানে বসবাসের কারণে আমার মেয়েদের বাংলা ভাষার চর্চা রয়েছে। এ কারণে তাদের স্কুলে লেখাপড়া করতে সমস্যা হয়নি। স্কুলে লেখাপড়ার পাশাপাশি কোরআন শিক্ষা গ্রহণ করেছে ওরা। বর্তমানে ওরা তিন বোনই কোরআনের হাফেজ।
তিনি আরও বলেন, তিন মেয়ের পরীক্ষা দেওয়ার বিষয়টি আমার জন্য অত্যন্ত আনন্দের। আমি ওদের উচ্চশিক্ষা গ্রহণের সর্বোচ্চ চেষ্টা করবো। তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করছি।
এ বিষয়ে সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বলেন, ওই তিন বোনই অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। মেজো বোন সাদিয়া ইসলামের ক্লাস রোল এক, ছোট বোন রাবিয়া ইসলামের রোল আট আর বড় বোন সুমাইয়া ইসলামের রোল ১১। এর আগে ওরা প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এসএসসি পরীক্ষায়ও তারা ভালো ফলাফল করবে বলে আশা করছি।
আরিফ উর রহমান টগর/এমআরআর/জিকেএস