শহীদ মিনারে বাঁশ রাখায় জরিমানা গুনলেন আওয়ামী লীগ নেত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ০১ মে ২০২৩

টাঙ্গাইলের সখীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বাঁশ রাখার অপরাধে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রওশন আরা রিতা বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক ছিলেন।

সোমবার (১ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে ঈদের দিন থেকে সাত দিনব্যাপী বৈশাখী মেলা চলছিল। এসএসসি পরীক্ষার শুরু হওয়ার কারণে (২৯ এপ্রিল) মেলাটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। মেলা বন্ধ হওয়ায় স্টলের ব্যবহৃত বাঁশ শহীদ মিনারে রাখা হয়। মহান মে দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক নেতারা শহীদ মিনারে ফুল দিতে গেলে বিষয়টি সবার নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা এবং ডেকোরেটর মালিক ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

রওশন আরা রিতা বলেন, বৈশাখী মেলা শেষে গতকাল শহীদ মিনারের কাছে মাঠে বাঁশগুলো রাখা হয়েছিল। তবে কে বা কারা বাঁশ শহীদ মিনারে রেখেছেন তা আমি জানি না।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বলেন, শহীদ মিনারে মেলায় ব্যবহৃত বাঁশ রাখার অপরাধে মেলা উদযাপন কমিটির পরিচালক ও ডেকোরেটরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।