নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দিলেন এমপি ছোট মনির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:০২ এএম, ০২ মে ২০২৩

 

শ্রমিক সংকট নিরসন ও খুব কম সময়ে কৃষকের পাকা বোরো ধান ঘরে তোলার লক্ষ্যে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

‘কৃষি নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’- এ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকদের পাশে থেকে ধান কাটা উদ্বোধন করেন তিনি।

সোমবার (১ মে) উপজেলা কৃষি সম্প্রপ্রসারণ অধিদপ্তর রাজস্ব খাতের বাস্তবায়িত বোরো ধান প্রদর্শনীর নমুনা শস্য কর্তন ও কৃষক মাঠ দিবসে কৃষক লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের মাদারিয়ায় কৃষক মজিবর রহমানের ক্ষেতের ধান কেটে ধান কাটার উদ্বোধন করা হয়।

সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় কৃষকলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের নিয়ে আধুনিক যন্ত্র হারভেস্টার মেশিন দিয়ে পাকা ধান কাটার উদ্বোধন করা হয়েছে। এ বছর কৃষকের বোরো ধানের ফলন ভালো হয়েছে।

এ সময় ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, কৃষি অফিসার কৃষিবিদ ড. হুমায়ূন কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।