সিরাজগঞ্জে বিএনপি নেতা বাচ্চুসহ কারাগারে ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০২ মে ২০২৩

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও পুলিশের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন।

si-(2).jpg

কারাগারে পাঠানো অপর নেতারা হলেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সদর থানা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, কালিয়া হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াদ আহমেদ নির্লোভ, কালিয়া হরিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানা ও নোমান।

বিএনপির আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম জাগো নিউজকে বলেন, সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সদস্য বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এ মামলায় বিএনপির নেতারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এম এ মালেক/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।