টাঙ্গাইলে আনারস বাগানে মিললো যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ০২ মে ২০২৩

টাঙ্গাইলের মধুপুরে শমশের মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বন্ধুদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের তিলের তাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত শমশের একই ইউনিয়নের হরিণধরা গ্রামের ফজলুল হকের ছেলে।

শোলাকুড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, সোমবার রাতে শমশেরসহ কয়েকজন বন্ধু মিলে মদ পান করতে যায়। ফেরার পথে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া বাঁধতে পারে। এরই জেরে শমশের আলীকে কুপিয়ে হত্যা করা হতে পারে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি বলেন, এখন ঘটনাস্থলে আছি। শোলাকুড়ি ইউনিয়নের তিলের তাল এলাকায় মরদেহটি আনারস বাগানে ফেলে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা, করা হচ্ছে রাতের কোনো একসময় হত্যা করে মরদেহটি ফেলে রাখা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।

আরিফ উর রহমান টগর/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।