পরীক্ষায় নকলে বাধা

শিক্ষককে গালি দিলো পরীক্ষার্থী, মা ধরলেন কলার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০৩ মে ২০২৩

ঝালকাঠির নলছিটিতে এসএসসি পরীক্ষা চলাকালীন নকলে বাধা দেওয়ায় এক শিক্ষকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পরীক্ষার্থী ও তার মায়ের বিরুদ্ধে।

বুধবার (৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার বি জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

লাঞ্ছনার শিকার শিক্ষকের নাম নান্না মিয়া। তিনি উপজেলার সরমহল পুনিহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। অভিযুক্ত পরীক্ষার্থী বি জি ইউনিয়ন একাডেমির ছাত্র।

কেন্দ্র সূত্রে জানা গেছে, ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ওই কেন্দ্রর ৫ নম্বর কক্ষে শিক্ষক নান্না মিয়া পরিদর্শকের দায়িত্ব ছিলেন। পরীক্ষা চলাকালে ওই পরীক্ষার্থীর নকল করার বিষয়টি দেখে ফেলেন বরিশাল শিক্ষা বোর্ডের বিশেষ ভিজিল্যান্স টিমের এক সদস্য। তিনি কক্ষ পরিদর্শক নান্না মিয়াকে ওই পরীক্ষার্থীর কাছ থেকে উত্তরপত্র নিয়ে টেবিলে জমা রাখতে বলেন। নির্দেশনা অনুযায়ী তিনি ওই পরীক্ষার্থীর উত্তরপত্র নিয়ে নেন।

পরে ওই শিক্ষক দায়িত্ব পালন শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সময় পরীক্ষার্থী তাকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায় ওই পরীক্ষার্থীর মা আলমতাজ বেগম শিক্ষকের কলার ধরে তাকে লাঞ্ছিত করেন।

এ বিষয়ে শিক্ষক নান্না মিয়া বলেন, কেন্দ্রের গেটে আমাকে হেনস্তা করার ঘটনা দেখে কয়েকজন শিক্ষক এগিয়ে এলে ওই পরীক্ষার্থী সরে পড়ে। তার মাকে কেন্দ্র কর্তৃপক্ষ অফিস কক্ষে ডেকে নেয়। তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ আমার কাছে ক্ষমা চেয়েছেন। কেন্দ্র কর্তৃপক্ষের কাছে মুচলেকাও দিয়েছেন।

পরীক্ষার্থীর মা আলমতাজ বেগম বলেন, ভুল বোঝাবুঝি থেকে এমন ঘটনা ঘটেছিল। বিষয়টির সমাধান হয়েছে।

কেন্দ্র সচিব মো. আলী হায়দার বলেন, উভয়পক্ষের সমঝোতায় বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে।

আতিকুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।