নওগাঁয় ঢুকছে না বগুড়ার কোনো বাস, দুর্ভোগে যাত্রীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১১:৫৬ এএম, ০৪ মে ২০২৩

বাস মালিক গ্রুপের দ্বন্দ্বের কারণে বগুড়া ও নওগাঁর মধ্যে চলাচল করা কোনো বাসকেই নওগাঁর সীমানায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে নওগাঁ থেকে বগুড়া রুটে যাতায়াতকারী যাত্রীরা বিপাকে পড়েছেন।

জানা গেছে, নওগাঁর সাপাহার থেকে শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস ঢাকায় চলাচল করে। সেখান থেকে আরও একটি বাস চালানোর জন্য প্রস্তাব করে শাহ ফতেহ আলী মালিকপক্ষ। কিন্তু নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ তা প্রত্যাখ্যান করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

এদিকে, নওগাঁর বাস মালিক গ্রুপের প্রায় ৩৫টি বাস বগুড়ার ওপর দিয়ে ঢাকায় চলাচল করে। ঈদের আগে নওগাঁ থেকে ঢাকাগামী তিনটি এসি বাস বরেন্দ্র এক্সপ্রেসের ব্যানারে চালু করে নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ। আগের দ্বন্দ্বের জেরে মঙ্গলবার (২ মে) রাতে হঠাৎ করে বগুড়ার চারমাথায় একটি এসি বাস আটকে দেন বগুড়ার শাহ ফতেহ আলী পরিবহনের মালিকের লোকজন। এরপর থেকে বরেন্দ্র এক্সপ্রেসের ওই এসি বাস বগুড়ার ওপর দিয়ে যেতে না দেওয়ায় নওগাঁ থেকে নাটোর হয়ে ঢাকায় যাচ্ছে।

এ ঘটনার জেরে নওগাঁয় থাকা শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টার বন্ধ রাখা হয়েছে। সেইসঙ্গে বগুড়া থেকে নওগাঁর মধ্যে চলাচল করা কোনো বাসকে নওগাঁর সীমানায় ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে নওগাঁর সীমানা শেষে সান্তাহার থেকে বগুড়ায় ওই বাসগুলো চলাচল করছে। এতে নওগাঁ শহর থেকে অতিরিক্ত ১০-১৫ টাকা ভাড়া দিয়ে যাত্রীদের সান্তাহারে গিয়ে বগুড়ার বাসে চড়তে হচ্ছে।

শহরের কোমাইগাড়ী মহল্লার বাসিন্দা আফতাব হোসেন জরুরি প্রয়োজনে বগুড়া যাওয়ার জন্য নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ডে আসেন। সেখান থেকে বগুড়ার কোনো বাস চলাচল না করায় তিনি হতভম্ব হয়ে পড়েন। তিনি বলেন, আমি তো জানতাম না গতকাল থেকে বগুড়ার বাস চলছে না। পরে ১৫ টাকা ভাড়া দিয়ে অটোতে চড়ে সান্তাহারে আসতে হয়েছে। কিন্তু নওগাঁ-বগুড়ার ভাড়া যে ৭০ টাকা সেটাই আছে। পকেট থেকে অতিরিক্ত টাকা খরচ হলো। বাস মালিকদের দ্বন্দ্বে যাত্রীদের প্রায় এ ধরনের ভোগান্তি পোহাতে হয়।

এ বিষয়ে নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বলেন, মালিকপক্ষের তিনটি এসি বাস বরেন্দ্র এক্সপ্রেসের ব্যানারে চালু করা হয়েছে। বাসগুলো বগুড়া ওপর দিয়ে ঢাকায় যায় বা বগুড়ার মহাসড়ক ব্যবহার করা হয়। কিন্তু মঙ্গলবার নওগাঁ থেকে কোনো এসি বাস বগুড়া হয়ে ঢাকায় যেতে দেওয়া হবে না বলে বাধা দেওয়া হয়। অথচ আমিনুল ইসলামের শাহ ফতেহ আলী নামে অসংখ্য এসি বাস নওগাঁ থেকে ঢাকায় যায়। হঠাৎ করে শাহ ফতেহ আলী আমাদের এসি বাস চলাচল বন্ধ করে দেয়। বাধ্য হয়ে এসি বাস নাটোর হয়ে ঢাকায় যেতে হচ্ছে। তবে অন্য বাসগুলো বগুড়ার ওপর দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করছে।

তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকে বগুড়ার মালিকদের কোনো বাস নওগাঁয় ঢুকতে দেওয়া হচ্ছে না। বিশৃঙ্খলা এড়াতে তাদের সান্তাহারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে শাহ ফতেহ আলী বাসের মালিক আমিনুল ইসলাম বলেন, সাপাহার থেকে আমদের একটি বাস চলে। সেখান থেকে আরও একটি বাস চালুর জন্য আমাদের দাবি ছিল। কিন্তু নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ তা প্রত্যাখ্যান করে।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে পরামর্শ না করে তারা এসি বাস চালু করেছে। বাস চালানোর বিষয়টি সমঝোতার ভিত্তিতে হয়। তারা আমাদের একটা বাস আটকে দিয়েছে, তাদের একটা বাস আটকে দেওয়া হয়েছে।

আব্বাস আলী/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।