সাংবাদিককে ধাওয়া, প্রেস ক্লাবে তালা দেওয়ার হুমকি আ’লীগ নেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:০০ পিএম, ০৪ মে ২০২৩

সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধির সংবাদ প্রকাশের জেরে ভুঞাপুর প্রেস ক্লাবে তালা দেওয়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম আজহার। তিনি টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ভুঞাপুর উপজেলা পরিষদ চত্বরে সভার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগের ওই নেতা। এ সময় সময়ের আলো পত্রিকার ভুঞাপুর উপজেলা প্রতিনিধি আরিফুজ্জামান তপুকে ধাওয়া দেন সভায় উপস্থিত শ্রমিকরা। ওই সাংবাদিক আত্মরক্ষার্থে ভুঞাপুর প্রেস ক্লাবে আশ্রয় নেওয়ায় সেখানেও হামলা চালান তারা।

সভায় ভুঞাপুর উপজেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম আজহার বক্তব্যে ভাড়া বৃদ্ধির পক্ষে শ্রমিকদের ঐক্যবদ্ধ রাখতে সাংবাদিকদের চাঁদাবাজ আখ্যা দিয়ে বলেন, সাংবাদিকরা চাঁদাবাজি করলে সমস্যা নেই, আমরা ভাড়া বৃদ্ধি করায় সমস্যা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছেন। সংবাদ প্রকাশের কারণে অবৈধ ভুঞাপুর প্রেস ক্লাব ভবন উপজেলা চত্বর থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। এ সময় প্রেস ক্লাব ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এ সময় ভুঞাপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তবে ভুঞাপুর উপজেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম আজহার বলেন, রাগে ভুঞাপুর প্রেস ক্লাব ভবন অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানানোসহ তালা দেওয়ার বক্তব্যটি দিয়েছি। তবে প্রেস ক্লাব ভবনে হামলা বা সাংবাদিকদের ধাওয়া দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ভাড়া বৃদ্ধির দাবি তোলা হলেও এখনো আগের ভাড়া নিচ্ছেন শ্রমিকরা।

ভুঞাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহআলম প্রামাণিক বলেন, প্রেস ক্লাবে হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পরে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, প্রেস ক্লাবে হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। প্রাথমিক যাচাই বাছাইয়ের পর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন বলেন, প্রেস ক্লাবে হামলা ও সাংবাদিককে ধাওয়া দেওয়ার ঘটনাটি শুনেছি। ভাড়া বৃদ্ধির বিষয়ে শ্রমিক নেতারা আমার কাছে এসেছিলেন। উপজেলা প্রশাসনসহ সব নেতাকে নিয়ে সভার মাধ্যমে ও সরকারি বিধি মোতাবেক এ ব্যাপারে কী করা যায় সেই সিদ্ধান্ত নেওয়া হবে। শ্রমিকদের আজ থেকে আগের ভাড়া নিতে বলে দেওয়া হয়েছে।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।