ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে লাশ হলেন ২ বন্ধু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৫ মে ২০২৩
হাসপাতাল মর্গে রাখা হয়েছেন নিহত দুই বন্ধুর মরদেহ

ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে ফেনী সদর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার উত্তর খানে থানার মাদারনবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. শুভ (২৬) ও ঢাকার দক্ষিণ খানে থানা এলাকার মো. মজিবরের ছেলে মো. মারুফ (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি দ্রুতগতির মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় ছিটকে পড়ে। মোটরসাইকেলে থাকা দুজনই মারাত্মক জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জাগো নিউজকে বলেন, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্বজনরা জানান, নিহত দুজন বন্ধু ছিলেন। তারা ঢাকা থেকে বৃহস্পতিবার রাতে তারা মোটরসাইকেলে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। সেখান থেকে বেড়াতে পার্বত্য রাঙ্গামাটি যাওয়ার কথা ছিল।

ওসি আরও বলেন, তাদের ব্যবহৃত মোটরসাইকেল মহিপাল হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।