কোটি টাকার সোনা ফেলে নদী সাঁতরে পালালো পাচারকারী

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:০২ পিএম, ০৫ মে ২০২৩
ফাইল ছবি

যশোরের শার্শা সীমান্ত থেকে এক কোটি ২০ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ১২টি সোনার বার উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা।

শুক্রবার (৫ মে) দুপুরের দিকে শার্শা উপজেলার গোগা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে সোনার চালানটি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোগা গ্রামের জোড়া পুকুর এলাকার ইছামতি নদীর পাড়ে অবস্থান নেয়। কিছু সময় পর একজনকে আসতে দেখে তাকে থামতে বলা হয়। তবে ওই ব্যক্তি না থেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিজিবি টহল দল তাকে ধরার জন্য ধাওয়া করে। এসময় সঙ্গে থাকা কালো রঙের একটি ব্যাগ ফেলে ইছামতি নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান ওই ব্যক্তি।

পরে বিজিবি টহল দল ব্যাগটি তল্লাশি করে এক কেজি ৪০২ গ্রাম ওজনের ১২ পিস সোনার বার উদ্ধার করে। সোনার বারগুলো কালো রঙের ব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় লুকানো ছিল। উদ্ধার সোনার বারের আনুমানিক বাজার মূল্য এক কোটি ২০ লাখ ২৪ হাজার টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, বিজিবির টহল অত্যন্ত জোরদার থাকায় এ সোনার চালানটি উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার সোনা সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

জামাল হোসেন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।