ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ০৬ মে ২০২৩

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা জামাত আলী নিহত হয়েছেন। তিনি সলিমপুর ইউনিয়নের চরমিকামারী গ্রামের বাসিন্দা।

শনিবার (৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার দুপুরে মিরকামারী গ্রামের চাঁদআলী মোড় থেকে মোটরসাইকেল চালিয়ে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়ক অতিক্রম করছিলেন জামাত আলী। এসময় দ্রুত গতির একটি ট্রাক আসতে দেখে তিনি মোটরসাইকেল ব্রেক করলে সড়কের পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিকেল ৩টার দিকে রাজশাহী মেডিকেলে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা বলেন, বীর মুক্তিযোদ্ধা জামাত আলী সলিমপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বীর মুক্তিযোদ্ধা জামাত আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ মহসীন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।