বগুড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বগুড়া
প্রকাশিত: ০২:১৫ পিএম, ০৭ মে ২০২৩
ফাইল ছবি

বগুড়ার সোনাতলা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২৫) এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (৭ মে) সকাল ৯টার দিকে সোনাতলা রেলস্টেশনের দক্ষিণে লাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জাগো নিউজকে বলেন, সকালে রংপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই তরুণী৷ তার পরনে থ্রি-পিস ছিল।

ওসি আরও বলেন, ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না পাওয়ায় এর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ওই নারীর পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। ওই তরুণীর মরদেহ উদ্ধার করে জিআরপি সান্তাহার পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।