নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি মির্জা ফখরুলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৭ মে ২০২৩
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারের আমলে নির্বাচন কমিশন গঠন হয়েছে। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ক্ষমতা নেই নির্বাচন কমিশনের। তাই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।

রোববার (৭ মে) দুপুরে ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তনে উপজেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার ২৪ ঘণ্টায় আমাকে গালিগালাজ করে মিথ্যাচার করেন। আমি যা বলি সেটি তাদের গায়ে সহ্য হয় না। তাই তারা মিথ্যাচার করতে থাকেন।

তিনি বলেন, এ অবৈধ সরকারের তথ্যমন্ত্রীও সারাক্ষণ একই কাজ করেন। তিনিও সারাক্ষণ মিথ্যাচার করতেই থাকেন। অন্যদিকে ওবায়দুল কাদের সাহেবতো রয়েছেনই।

আরও পড়ুন: আওয়ামী লীগ সরকারে থাকলেও নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন

বিএনপির এ নেতা বলেন, আগামী নির্বাচনের মধ্যদিয়ে সিদ্ধান্ত হবে এ দেশে গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার থাকবে কিনা। মানুষ ভোট দিতে পারবে কি পারবে না। তাই আমাদের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ ও সব জনগণকে একত্রিত করে আমাদের সংসারকে তছনছ করে দিয়েছে। দেশকে তছনছ করে দিয়েছে। তাকে সরিয়ে জনগণের দ্বারা নির্বাচিত কল্যাণমূলক সরকার নিয়ে আসতে হবে।

ফখরুল বলেন, আমরা পরিষ্কার করে বলে দিয়েছি- এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। সরকারকে পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়েই নতুন নির্বাচনের মাধ্যমে দেশে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য লড়াই করতে হবে। তাই আমরা ১০ ও ২৭ দফা দাবি দিয়েছি। সেই ২৭ দফার মধ্যদিয়ে আমরা এ দেশের আমূল পরিবর্তনের কথা বলেছি। সেখানে গণতন্ত্র, আইন-আদালত, মানুষের জীবন জীবিকার নিরাপত্তা দেওয়ার জন্য আমরা ২৭ দফা দিয়েছি।

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, যুব দলের সভাপতি আবুনুর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

তানভীর হাসান তানু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।