আ’লীগ-পুলিশের মামলায় বিএনপির ১০১ নেতাকর্মীর স্থায়ী জামিন
সিরাজগঞ্জে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ ও পুলিশের করা মামলায় ১০১ বিএনপির নেতাকর্মীকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।
রোববার (৭ মে) দুপুরে শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির তাদের এ জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী নাজমুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে ৩৫ জনকে স্থায়ী জামিন দিয়েছেন।
তিনি আরও বলেন, এর আগে একই মামলায় দুদিনে ৭৬ জনকে স্থায়ী জামিন দেন আদালত।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জাগো নিউজকে বলেন, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার এলাকায় আওয়ামী লীগের সঙ্গে আমাদের নেতাকর্মীদের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ ও পুলিশ দুটি পৃথক মামলা করে। দুই মামলায় ১৯৩ নেতাকর্মীকে আসামি করা হয়। পরে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন নেতাকর্মীরা।
একই মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ ছয় নেতাকর্মী পাঁচদিন ধরে কারাগারে রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
এম এ মালেক/এসআর/এএসএম