পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার, ৫ শিক্ষককে অব্যাহতি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০৭ মে ২০২৩
ফাইল ছবি

এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলায় কেন্দ্রের দায়িত্ব থেকে পাঁচ শিক্ষককে অব্যাহতি ও এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৭ মে) সকাল ১০টায় উপজেলার বাংলাদেশ রেলেওয়ে নাজিম উদ্দীন মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন কক্ষ পরিদর্শক আওতাপাড়া এবি সিনিয়র আলিম মাদরাসার আরবি বিষয়ের সহকারী অধ্যাপক মো. আমানউল্লা, একই মাদরাসার জামাল উদ্দিন, বায়তুস শরিফ দাখিল মাদরাসার মাহাবুবুর রহমান, মিরকামারী আলিম মাদরাসার উসমানগনি ও পতিরাজপুর দাখিল মাদরাসার সুপার মোসাদ্দেক হোসেন।

পরীক্ষার কেন্দ্র সূত্র জানায়, ঈশ্বরদী উপজেলার ভাপপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির পরীক্ষা চলাকালীন কেন্দ্রে স্মার্ট মোবাইল ফোন ব্যবহার না করার জন্য মৌখিকভাবে সর্তক করে দেন। এরপরও পরীক্ষা চলাকালীন বাংলাদেশ রেলওয়ে নাজিম উদ্দীন মাদরাসা পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করছিলেন পাঁচ শিক্ষক। পরে পরীক্ষার সব কার্যক্রম থেকে তাদের তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়।

উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহসিন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় পাঁচ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

কেন্দ্র সচিব কামরুজ্জামান মুসা বলেন, পাঁচ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শেখ মহসীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।