গাজীপুর সিটি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হতে যাচ্ছেন ফয়সাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০৮ মে ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন ফয়সাল আহমাদ সরকার।

সোমবার (৮ মে) সিটি নির্বাচনে রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজন থাকায় ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমাদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এ ওয়ার্ডে চারজন বৈধ প্রার্থী ছিলেন। তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় ওই ওয়ার্ডে ফয়সাল আহমাদ একমাত্র প্রার্থী।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সোমবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। এদিন এক স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ ৩৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে মোট ৩২৪ জন প্রার্থী মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ বিষয়ে ফয়সাল আহমাদ সরকার বলেন, নির্বাচনে যারা আমার সঙ্গে প্রার্থী হয়েছিলেন তাদের সঙ্গে নিয়ে পরামর্শ করে ১৫ নম্বর ওয়ার্ডকে একটি মাদকমুক্ত, পরিচ্ছন্ন, আধুনিক ও স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশা আল্লাহ। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আমিনুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।