পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু


প্রকাশিত: ০৩:১৮ এএম, ০৮ ডিসেম্বর ২০১৪

ঘন কুয়াশার কারণে সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সংযাগস্থল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

কুয়াশা কমে যাওয়ায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঘন কুয়াশার কারণে রবিবার রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়েছিল। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এ ছাড়া প্রচণ্ড শীতে মাঝ নদীতে নোঙ্গর করা ফেরির যাত্রীরাও চরম ভোগান্তির শিকার হন।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, রাত বাড়ার সাথে সাথেই কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। রাত ২টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে অসংখ্য যাত্রীসহ ৪টি ফেরি নোঙ্গর করে থাকে। নোঙ্গর করা ফেরিগুলো হলো-বরকত, শাহজালাল, মাধবীলতা ও এনায়েতপুরী।

তিনি আরও জানান, কুয়াশার পরিমাণ কমে গেলে মাঝ নদীতে আটকা পড়া ফেরি সোমবার সকালে পাটুরিয়া ঘাটে এসে নোঙ্গর করে। ঘাট এলাকায় যে সব গাড়ি রয়েছে পর্যাপ্ত ফেরি থাকায় চাপ সামলাতে বেশি সময় লাগবে না বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।