ভাড়ায় গিয়ে সন্ত্রাস, অস্ত্রসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:১২ পিএম, ০৯ মে ২০২৩

নোয়াখালীর চাটখিলে ভাড়ায় গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শফিকুল ইসলাম (৪৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে কার্তুজসহ একটি একনলা বন্দুক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) দুপুর পৌনে ১২টার দিকে পরকোট ইউনিয়নের বাইশসিন্দুর গ্রামের বদলকোট-দশঘরিয়া সড়কের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক শফিকুল ইসলাম চাটখিল উপজেলার দক্ষিণ বদলকোট গ্রামের মৃত সেকান্দার মিয়ার ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন তাকে আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপপরিদর্শক (এসআই) আবদুস সামাদ মল্লিক অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার হেফাজত থেকে একটি বন্দুক ও একটি কার্তুজ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।