মাঝারি তাপপ্রবাহে নাকাল মৌলভীবাজারবাসী
মৌলভীবাজারে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। এক সপ্তাহ ধরে জেলাজুড়ে বিরাজ করছে দাপুটে গরম। এতে নাকাল জনজীবন। কৃষকরা বোরো ধান কাটতে হিমশিম খাচ্ছেন। কমে গেছে তাদের কাজের গতি। একটু শীতল পরশ পেতে ব্যাকুল হয়ে আছেন মানুষ।
মৌলভীবাজারের মঙ্গলবার (৯ মে) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টি নামার সু-সংবাদও দিয়েছে আবহাওয়া অফিস।

গাছের ছায়ায় বসে প্রশান্তি খুঁজছেন রাজনগরের বৃদ্ধ ইয়াবর মিয়া। তিনি বলেন, গরমের তীব্রতা সহ্য করা যাচ্ছে না। ঘরে টিকতে না পেরে গাছের ছায়াতলে এসেছি। গরম বাতাস বয়ে যাচ্ছে। ফ্যানের বাতাসও গরম হয়ে গেছে।
মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা নাইম আহমদ বলেন, এক সপ্তাহের গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা গরমে অতিষ্ঠ। ঘরে টিকতে পারছি না। এছাড়া আছে ঘন ঘন লোডশেডিং।

রাজনগর উপজেলার মনসুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছালমা জানায়, গরমে আমরা অস্থির। পানি পান করলে একটু তৃষ্ণা মিটে।
রাজনগর উপজেলার মদিপুর গ্রামের কৃষক হোসেন মিয়া বলেন, ধান কাটা চলছে। গত কয়েকদিনের প্রচণ্ড গরমে মাঠে কাজ করতে পারছি না। গরম বাতাসে গা পুড়ে যায়। সহ্য করা যায় না।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান জাগো নিউজকে বলেন, জেলায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আজ রাতেও বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে গরমের প্রকট কমে যাবে।
আব্দুল আজিজ/এসজে/জিকেএস