বাজারে বাসি মাংস বিক্রি, জরিমানা গুনলেন ৫ হাজার টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৯ মে ২০২৩

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাসি মাংস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ মে) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ. সাদ্দাম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালানো হয়। এ সময় বাসি মাংস বিক্রির দায়ে শহীদ নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদনহীন এক গোখাদ্যের দোকানে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. সাদ্দাম হোসেন বলেন, অভিযান চালিয়ে দোষীদের আর্থিক জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

মো. নাসিম উদ্দিন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।