২০০ ফেনসিডিল জব্দ, ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ৩

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৯ মে ২০২৩

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। এ সময় ভারতীয় নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ভারতের উত্তর চব্বিশ পরগনার খাবরাপোতা গ্রামের বশির মন্ডলের ছেলে ইউসুফ মন্ডল (৩৬), যশোরের বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের সেলিম মোড়লের ছেলে জুয়েল রানা (২২) ও ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত নুর আলী মন্ডলের ছেলে নবীছদ্দিন (৫২)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে স্থলবন্দরের ২২ নম্বর গেট এলাকা থেকে ইউসুফ মন্ডল ও জুয়েল রানাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

ওস আরও বলেন, অপরদিকে একই দিন সকালে বেনাপোল চেকপোস্টের রেজাউল মার্কেটের সামনের ফুটপাত থেকে ভারতীয় বিভিন্ন প্রসাধনী, শাড়ি, লোহার তৈরি নজেলসহ নবীছউদ্দীনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চার লাখ ৫১ হাজার ২০০ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক ও চোরাচালানী আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

মো. জামাল হোসেন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।