এসএসসি পরীক্ষা

নোয়াখালীতে দায়িত্বে অবহেলায় ৪ শিক্ষককে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০৯ মে ২০২৩

নোয়াখালীর চাটখিলে এসএসসি পরীক্ষায় শাহাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বের অবহেলার প্রমাণ পাওয়ায় চার শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মে) দুপুরে কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- মল্লিকা দিঘির পাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম, পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল চন্দ্র দেবনাথ, রামনারায়পুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিতোষ চন্দ্র দেবনাথ ও মমিনপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক প্রহলাদ চন্দ্র পাল।

এ বিষয়ে ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া জাগো নিউজকে বলেন, এসএসসি পরীক্ষা চলাকালে শাহাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে ওই চার শিক্ষককে দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাই। পরে অভিযুক্তদের চলতি এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।