দুদিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি চালু

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১০ মে ২০২৩

দুদিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বুধবার (১০ মে) সকাল থেকে পণ্য খালাসসহ বন্দরের কার্যক্রম শুরু হয়।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়। বন্দরে যেসব পণ্য প্রবেশ করছে সেটি দ্রুত খালাসের নির্দেশ দেওয়া হয়েছে। পণ্যজট কমাতে প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করবে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন: বেনাপোল বন্দরে আমদানি বন্ধ

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, মঙ্গলবার পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার নিরাপত্তাজনিত কারণে সোম ও মঙ্গলবার আমদানি-রফতানি বন্ধ ছিল।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর জানান, পেট্রাপোল থানা ও প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের জন্য দুদিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

মো. জামাল হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।