শিক্ষার্থীদের জুতাপেটার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০১:০৫ পিএম, ১০ মে ২০২৩

মাদারীপুরের শিবচর উপজেলায় ২০ শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ উঠেছে মো. হাফিজুর রহমান নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রিয়াজউদ্দিন মাতুব্বর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, রিয়াজউদ্দিন মাতুব্বর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর কিছু শিক্ষার্থী মঙ্গলবার দুপুরে খাবারের বিরতির সময় শেষ হলেও শ্রেণিকক্ষের বাইরে যায় এবং আসতে দেরি করে। এতে ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান প্রথমে এক শিক্ষার্থীকে তার জুতা ছুড়ে মারেন এবং ধমক দেন।

শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের ভেতর ফিরে এলে প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে গিয়ে প্রায় ২০ শিক্ষার্থীকে এলোপাতাড়ি জুতাপেটা করেন। বিষয়টি জানাজানি হওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ‘আমার কয়েকজন শ্রেণিকক্ষের বাইরে যাওয়ায় প্রধান শিক্ষক হঠাৎ রেগে যান। আমাদের অনেককেই জুতাপেটা করেন। বিষয়টি বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা দেখে হাসাহাসি করছে। এতে আমরা অনেক লজ্জা পেয়েছি আবার ভয়ও পেয়েছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, আমার বিরুদ্ধে এলাকায় কিছু লোক মিথ্যে অভিযোগ করেছে। আমি এ ঘটনা ঘটাইনি। বিষয়টি বিদ্যালয়ের সভাপতিকে সঙ্গে নিয়ে অভিভাবকদের সঙ্গে বসে আলোচনা করা হবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম গিয়াস মাতুব্বর জাগো নিউজকে বলেন, জুতাপেটার বিষয়টি আমি জেনেছি। এরকম কাজ করা ঠিক হয়নি। বিষয়টি নিয়ে সবার সঙ্গে বসে আলোচনা করা হবে।

শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলাম জাগো নিউজকে বলেন, এই ঘটনার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনাটি শোনার পর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দোষ প্রমাণ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।