বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:২৬ এএম, ১১ মে ২০২৩
ব্যবসায়ী আব্দুর রাজ্জাক

বগুড়া সদর উপজেলায় আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ মে) রাত ৯টার দিকে উপজেলার নামুজা সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত নসির উদ্দিনের ছেলে। তিনি গরু ও চালের ব্যবসা করতেন।

নিহতের ছেলে আতিকুল ইসলাম শুভ জানান, বুধবার আব্দুর রাজ্জাক নামুজা চৌমুহনী হাটে গরু বিক্রি করতে যান। গরু বিক্রি শেষে সেখানেই স্থানীয় মসজিদে এশার নামাজ আদায় করে আড়াই লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে মাত্র দেড়শ গজ দূরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।

শুভ বলেন, বাবার কাছে থাকায় আড়াই লাখ টাকা পাওয়া যায়নি। প্রথমে জানতে পারি, বাড়ির সামনে বাবা দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে এসে দেখি দুর্বৃত্তরা কুপিয়ে বাবাকে হত্যা করেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম বলেন, দুর্বৃত্তরা নামুজায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।