শার্শা সীমান্তে সোয়া ২ কেজি সোনাসহ দুই পাচারকারী আটক

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১১ মে ২০২৩

যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ৯টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (১০ মে) দুপুর ২টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহল দল বেনাপোল পোর্ট থানার খলশি বাজার এলাকায় অভিযান চালিয়ে সোনার চালানসহ দুই পাচারকারীকে আটক করে।

আটক পাচারকারীরা হলেন নওগাঁর মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪) ও যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান (৩৬)।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে শার্শার পাঁচভুলোট সীমান্ত পথে ভারতে সোনার একটি চালান পাচার হবে। এমন সংবাদে বিজিবি ওই সীমান্তে নজরদারি বৃদ্ধি করে। একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিজিবি ধাওয়া করে তাদের ধরে ফেলে। ক্যাম্পে নিয়ে তাদের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় রাখা দুই কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, উদ্ধার সোনার মূল্য প্রায় দুই কোটি ৩০ লাখ টাকা। পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ এবং উদ্ধার সোনা সরকারের কোষাগারে জমা করা হবে।

মো. জামাল হোসেন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।