মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) দুপুরে উপজেলার আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলো- ওই এলাকার সুবির চন্দ্র মিস্ত্রির ছেলে সুদীপ্ত চন্দ্র মিস্ত্রি (৭) ও রাখাল চন্দ্র মিস্ত্রির মেয়ে বৃষ্টি রানী (৯)।
আরও পড়ুন: ঈশ্বরদীতে পুকুরে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু
স্থানীয় আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহরাব হোসেন জানান, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশে খেলা করতে যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না দেখে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে মঙ্গলের খালে তাদের ভাসতে দেখেন পরিবারের লোকজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আব্দুস সালাম আরিফ/আরএইচ/জিকেএস