বান্দরবানে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৩ মে ২০২৩

বান্দরবানে ট্রাকের ধাক্কায় মো. সাজ্জাদ (২৮) নামের সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দরবান- কেরানীহাট সড়কের সুয়ালক ফরেস্ট চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সাজ্জাদ চট্টগ্রামের সাতকানিয়া হাসমতের দোকান এলাকার নুর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা বান্দরবান থেকে কেরানীহাট যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মো. সাজ্জাদ ঘটনাস্থলে নিহত হন।

আরও পড়ুন: দুই নৌকার মধ্যে চাপা পড়ে প্রাণ গেলো শ্রমিকের 

মিশকাত নামের নিহতের এক স্বজন জানান, হামিদ ও সাজ্জাদ পরিবার নিয়ে বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্রে বেড়াতে যান। বাড়ি ফেরার পথে সুয়ালক ফরেস্ট চেকপোস্ট এলাকায় পৌঁছালে একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে সাজ্জাদ ও হামিদের মেয়ে হুমাইরা আহত হন। পরে তাদের কেরানীহাট আশেফা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজনের নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

নয়ন চক্রবর্তী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।