পার্কে আড্ডার সময় ১১ শিক্ষার্থী আটক, মুচলেকায় মুক্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৪ মে ২০২৩

ঝালকাঠিতে পার্কে অহেতুক ঘোরাঘুরির সময় ১১ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (১৪ মে) সদরের খেয়াঘাট সংলগ্ন এলাকার মিনি পার্ক থেকে তাদের আটকের নির্দেশ দেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

আরও পড়ুন: স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, ১৩ শিক্ষার্থীকে থানায় দিলো ডিবি

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘূর্ণিঝড়ের পরিস্থিতি সকালে সুগন্ধা নদীর তীর সংলগ্ন কলেজ খেয়াঘাটে আসেন জেলা প্রশাসক। পাশে মিনি পার্কে শিক্ষার্থীদের ঘুরতে দেখলে তাদের অসময়ে এখানে আসার কারণ তিনি। কোনো সদুত্তর দিতে না পারায় তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, ক্লাস ফাঁকি দিয়ে পার্কে প্রায় সময় স্কুল-কলেজের শিক্ষার্থীরা আড্ডা দেন। মাঝে মাঝে এ ধরনের অভিযান পরিচালনা করে অভিভাবকদের চোখ খুলে দেওয়া উচিত।

এ বিষয়ে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, তারা পার্কে আড্ডা দিচ্ছিল। তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়া শিক্ষার্থীরা এ সময়ে এখানে উপস্থিত থাকতে পারে না। অভিভাবকদের সঙ্গে কথা বলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আতিকুর রহমান/আরএইচ/জেএমআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।