ঝিনাইদহে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ৩ যুবকের মৃত্যুদণ্ড
ঝিনাইদহে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন।
সোমবার (১৫ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার খাজুরা পূর্বপাড়া গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে বাদশা মিয়া (৩২), খাজুরা জোয়ারদার পাড়ার রুহুল আমিন (৩০) ও বড় খাজুরা গ্রামের মন্নু মিয়া (৩৭)।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান, ২০১৯ সালের ১২ আগস্ট সন্ধ্যায় বড় খাজুরা গ্রামের ৭ম শ্রেণির ওই ছাত্রী বাড়িতে বাবা-মাকে না পেয়ে পাশের জামতলা মোড়ে আসে। সেসময় বাদশা মিয়া ওই ছাত্রীর মুখে রুমাল দিয়ে আম বাগানে নিয়ে যান। পরে রুহুল আমিন ও মন্নু মিয়া সেখানে গিয়ে তাকে দলবদ্ধ ধর্ষণ করেন।
আরও পড়ুন: তৃতীয় স্ত্রী হত্যার ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
এরপর রাত ১২টার দিকে তামান্না পার্কের সামনে তাকে রেখে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে বাড়ি ফিলে অভিভাবকদের বিষয়টি জানায়। পরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পরদিন ঝিনাইদহ থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০২০ সালের ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে। মামলার শুনানি শেষে আদালত বাদশা মিয়া, রুহুল আমিন ও মন্নু মিয়াকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন।
মামলার আসামিপক্ষের আইনজীবী আশরাফুল ইসলাম জোয়ারদার বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আমরা আপিল করবো।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জেআইএম