কুষ্টিয়ায় অস্ত্র বিক্রি নিয়ে র‌্যাব-পুলিশ সংঘর্ষ


প্রকাশিত: ০১:২৩ পিএম, ০৯ মার্চ ২০১৬

কুষ্টিয়ার খোকসায় অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির সময় পুলিশের সঙ্গে র‌্যাব সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খোকসা থানা পুলিশের এএসআই আব্দুর রহমানের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ক্রয় করতে ক্রেতা সেজে বাসস্ট্যান্ডে আসে সাদা পোশাকে র‌্যাব-১২ এর গোয়েন্দা ইউনিটের চার সদস্য। এসময় এএসআই আব্দুর রহমান অস্ত্র দেখানো ও টাকা লেনদেন করতে র্যা বের দুই সদস্যকে স্থানীয় জয়গোপাল হোটেলের কেবিনে নিয়ে যান।

দর-কষাকাষির এক পর্যায়ে র‌্যাব সদস্যরা পুলিশের এএসআই আব্দুর রহমানকে ধাওয়া দেয়ার চেষ্টা করে। এসময় উল্টো ওই এএসআই র্যা বের এক সদস্যের হাতে হাত করা পরিয়ে দেন। পরে র্যা বের অপর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সোর্স বকুলকে আটক করে। তবে অপর সোর্স রাজিব পালিয়ে যায়।

পরে কুষ্টিয়া সদর সার্কেলের এএসপি মাহাবুবুর জ্জামান ও র‌্যাব-১ এর কর্মকর্তার ঘটনাস্থলে এসে স্ব স্ব বাহিনীর সদস্যদের নিয়ে যান। এসময় আটক পুলিশের সোর্সকে ছেড়ে দেয় র‌্যাব। র‌্যাব-পুলিশের সংঘর্ষ চলাকালে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে এএসআই আব্দুর রহমান জানান, জয়গোপাল হোটেলে গোপনে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদ পেয়ে সাদা পোশাকে এসআই সুশংকর তাকে নিয়ে সেখানে যান। এসময় সাদা পোশাকধারী র্যাব সদস্যরা এসআই সুশংকরের কোমরে থাকা রিভলবার ছিনিয়ে নেয়। এ নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এসময় পরিচয় না জানায় এক র‌্যাব সদস্যকে হ্যান্ডকাপ পরিয়ে আটক করা হয়। পরে র‌্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি মীমাংসা করেন। পুলিশ এবং র‌্যাব উভয়ই অস্ত্র ক্রেতা-বিক্রেতাদের আটকের জন্যই সেখানে গিয়েছিল বলে দাবি করেন এএসআই আব্দুর রহমান। র্যা ব পরিচয় না দেয়ায় এ ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
 
এ ব্যাপারে খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন বলেন, দুই বাহিনীর সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, ঠিক হয়ে গেছে। তবে কি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল সে ব্যাপারে তিনি কিছু বলতে রাজি হননি।

অন্যদিকে, র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিবের মোবাইলে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।

আল-মামুন সাগর/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।