ঝড়ে ভেঙে পড়লো আটতলা ভবনের গ্লাস, হাসপাতালে তিনজন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১৫ মে ২০২৩

সাতক্ষীরায় ঝড়ে আটতলা একটি ভবনের গ্লাস ভেঙে পড়ে তিনজন আহত হয়েছেন।

সোমবার (১৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সরণির আহছানিয়া মিশন কমপ্লেক্স ভবনের পাশের আটতলা ভবন থেকে গ্লাস ভেঙে পড়ার এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কলারোয়া উপজেলার কয়লা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ও হোসেন এবং সাতক্ষীরা শহরের ইজিবাইকচালক আবুল হোসেন। তাদের মধ্যে রফিকুল ও হোসেন ভবনটির সামনে ফল বিক্রি করেন।

প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান বলেন, মাগরিবের নামাজ চলা অবস্থায় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় দমকা হাওয়ায় আহছানিয়া মিশন কমপ্লেক্স ভবনের পাশের আটতলা ভবনের গ্লাস ভেঙে পড়ে। এতে অনেকেই আহত হন। এর মধ্যে তিনজনকে হাসপাতালে এনেছি। আহতদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা গুরুতর। তার মাথায় কাঁচ পড়ে গভীর ক্ষত হয়েছে। অন্যদের অবস্থাও ভালো না।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।